ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৬.২৮%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। তবে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ১৬.২৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪০৯ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ৯৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ৩৫২ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৪৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ১৮৭ টাকা বা ১৬.৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার ৭৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬২ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ১২২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার বা ৬.৯৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮ দশমিক ৫১ পয়েন্ট বা  দশমিক ১৪ শতাংশ কমে ৬ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৯২ পয়েন্ট বা  দশমিক ২৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির। আর ২৩৭টির দাম ছিল অপরিবর্তিত।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.