দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গতকাল বুধবার (২৯ মার্চ) আইএফআইসি ব্যাংকের মাগুরা শাখার উদ্বোধন হলো। মাগুরা সদর থানার দে মার্কেটে শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার (এসএমই অ্যান্ড রিটেইল) গীতাঙ্ক দেবদীপ দত্তের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা জেলার ইউএনও মোঃ তারিফ-উল হাসান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ এবং অত্র এলাকার গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.