সিরিয়ার রাজধানীর দামেস্কের ওপর নতুন করে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
এতে বলে হয়, বৃহস্পতিবার রাত একটা বিশ মিনিটের সময় অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরাইলি সেনারা দামেস্কের ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। পরে রাজধানী সিরিয়ায় বিকট আকারের কয়েকটি বিস্ফোরণ শব্দ শোনা যায়।
সামরিক সূত্রটি জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। এরপরও বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি এবং দুই সেনা আহত হয়েছেন। পরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হামলার কথা নিশ্চিত করেছে তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। এক সপ্তাহ আগে ইসরাইল সেনারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালায়। এতে বিমানবন্দরটি অকেজো হয়ে পড়ে।
সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য এই বিমানবন্দরটি ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু বর্বর ইসরাইলি সেনাদের হামলায় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং ত্রাণ সরবরাহ কার্যক্রমে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। ইসরাইল গত কয়েক বছর ধরে লাগাতার সিরিয়ার ওপরে হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বাশার আল-আসাদ সরকারের সফলতা ম্লান করে দিতে এসব হামলা অব্যাহত রেখেছে বলে মনে করা হয়। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.