রহমত উল্ল্যাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক সুপারস্টার শাকিব খান। সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি এ মামলা করেন। বাদির জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর নামে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। সেই মামলায় আদালত শাকিবের জবানবন্দি রেকর্ড করে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ওই দিন ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করতে চেয়েছিলেন শাকিব খান কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় তা পারেননি।

গত ১৫ মার্চ বিকেলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দাবি করা প্রযোজক রহমত উল্লাহ। তার লিখিত অভিযোগে বলা হয়, ২০১৭ সালে সিনেমাটির শুটিংয়ের সময় শাকিব খানের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছেন। শুটিংয়ের সময় শাকিবের বিরুদ্ধে এক সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগও তোলেন তিনি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.