এফএসআইবিএল ও অ্যাডি সফটের মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও অ্যাডি সফ্ট লিমিটেডের মধ্যে ডিজিটাল মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দেশের প্রায় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল এ্যাপস এফএসআইবিএল ক্লাউড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্স্ট ক্যাশের ম্যাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ফি প্রদান করতে পারবে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এফএসআইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও অ্যাডি সফ্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাকিব রাব্বানি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহ, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ মছউদুর রহমান, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মোঃ ফরিদুর রহমান জালাল, আইসিটি ডিভিশনের প্রধান মোঃ মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.