স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ ধানমন্ডির ৩২ নাম্বারে স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। সংগঠনের সভাপতি তাপস চন্দ্র পাল পিএইচডি ও সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখাসহ ক্লাবের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. তাপস চন্দ্র পাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের ভিশন বাস্তবায়ন করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব কাজ করে যাবে বলেও তিনি জানান। শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি কুদরত এ হায়াত খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক ড. শামীম আরা, প্রচার সম্পাদক লায়ন মোঃ আবুল হাশেম, ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক চৌধুরী বাশার ওয়াদুদ সুমন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মালাকার ও মোঃ মোবারক হোসেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.