সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। এ সময় তারা দুই পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও কথা বলেন। ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসেই দু’দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকের আয়োজন করতে চায় ইরান। খবর- পার্সটুডে

চলতি মাসের গোড়ার দিকে ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা দু’দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস খুলতে সম্মত হন। চীনের রাজধানী বেইজিংয়ে এ বিষয়ে একটি চুক্তি সই হয়।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে সিরিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। আর মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সকল মুসলিম দেশে ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন জানানো উচিত।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.