নেতানিয়াহুর প্রস্তাবিত বিচারব্যবস্থার সংস্কার কর্মসূচির বিরোধিতা করেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োঅ্য়াভ গ্যালান্ট। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, তার কাছে দেশের প্রতিরক্ষা সর্বোপরি। এই সংস্কার চালু করতে তার প্রতিক্রিয়া দেশের সুরক্ষা ও সেনার উপরে পড়বে।
এরপরই তড়িঘড়ি করে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু।
এরপরই তেল আভিভে লাখখানেক মানুষ হাইওয়ে বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন। জেরুসালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। তাদের সরাতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়।
গত এক সপ্তাহ ধরেই নেতানিয়াহুর বিচারব্যবস্থার সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, যে কমিটি বিচারপতিদের নিয়োগ করে, তার উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে। আদালত যাতে চট করে কোনো নেতাকে ক্ষমতাচ্যুত না করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
কিন্তু প্রচুর মানুষ নেতানিয়াহুর এই প্রস্তাবিত সংস্কার মেনে নিতে পারছেন না। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তের পর সেই বিক্ষোভ বহুগুণ বেড়েছে। গ্য়ালান্ট কোনো শরিক দলের নেতা নন, নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টির নেতা। এই সিদ্ধান্তের পর লিকুদ পার্টির মধ্যেও আলোড়ন দেখা দিয়েছে। কিছু মন্ত্রী দাবি করেছেন, নেতানিয়াহুকে বিচারবিভাগীয় সংস্কার আপাতত স্থগিত রাখতে হবে। জোট শরিকরা সোমবার বৈঠকে বসছেন। ফলে দল ও জোটেও অস্বস্তিকর অবস্থায় পড়েছেন নেতানিয়াহু।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা এই সংস্কার মানবেন না। বিক্ষোভে যোগ দেয়া এক সরকারি কর্মী বিবিসি-কে বলেছেন, ‘নেতানিয়াহু সব সীমা ছাড়িয়ে গেছেন। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচাতে মরিয়া।’
বিরোধী নেতা ইয়াইর লাপিদ ও গ্রান্টজ বলেছেন, নেতানিয়াহু এইভাবে রাজনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলতে পারেন না।
নিউ ইয়র্কে ইসরায়েলের কনসাল জেনারেল পদত্যাগ করেছেন। ইসরায়েলের রিসার্চ ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। শ্রমিক ফেডারেশনগুলির শীর্ষ সংস্থা নেতানিয়াহুর সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে।
জেরুসালেমের থিংক ট্যাংক ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি এএফপিকে বলেছেন, ইসরায়েল এখন রাজনৈতিক সংকটে পড়েছে।
এই মাসের গোড়ায় ইসরায়েলের এলিট এয়ার ফোর্স স্কোয়াড্রনের সদস্যরা প্রতিবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে অস্বীকার করেন। পরে কম্য়ান্ডারদের সঙ্গে কথা বলার পর তারা যোগ দেন।
বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট জানিয়েছেন, ইসরায়েলের সেনা নেতনিয়াহুর পরিকল্পনায় ক্ষুব্ধ ও ক্রুদ্ধ।
বরখাস্ত হওয়ার পর গ্যালান্ট টুইট করে বলেছেন, ‘ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই আমার জীবনের মিশন ছিল, আছে ও থাকবে।’ সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপপি, রয়টার্স
Number of protesters is increasing minutes by minutes in all cities of Israel pic.twitter.com/LGFF4clRJp
— Spriter (@spriter99880) March 26, 2023
Netanyahu is forced to flee residence as protesters break through security barriers. pic.twitter.com/SLPUulxiAh
— Bint (@PalBint) March 26, 2023
অর্থসূচক/এএইচআর