সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন ডালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে গুলশানে নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।
এদিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন শাকিব খান। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আসামিকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
এরপর শাকিব খান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে যান। তবে সময় অতিবাহিত হওয়ায় এদিন তিনি মামলা করতে পারেননি। আগামী সোমবার তাকে আদালতে আসতে বলা হয়েছে।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব খান। তিনি বলেন, একটা মামলা করেছি। সমসাময়িক সব ঘটনা নিয়ে দু-একদিনের মধ্যে প্রেস কনফারেন্স করবো। সেখানেই আলাপ করবো।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.