মোদী পদবি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য করায় গুজরাটের সুরাতের একটি আদালতে মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার আদালত তার রায়ে জানিয়েছে, রাহুল দোষী এবং তাকে এর জন্য দুই বছর কারাবাস করতে হবে। তবে এখনই জেলে যেতে হচ্ছে না রাহুলকে। তাকে ৩০ দিনের জামিন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে রাহুল উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কর্নাটকের একটি সভায় রাহুল বলেছিলেন, ‘সব চোরদের পদবি মোদী হয় কেন?’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী। ঋণখেলাপের মামলায় অভিযুক্ত নীরব মোদী। তিনিও ফেরার। এই নামগুলি উল্লেখ করে রাহুল ওই মন্তব্যটি করে। তার তির্যক নিশানায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকলেও, সরাসরি প্রধানমন্ত্রীর নাম বলেননি রাহুল।
এর পরেই গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী রাহুলের বিরুদ্ধে মামলা করেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় পদবি অবমাননার মামলা করেন পূর্ণেশ। এদিন সেই মামলায় রাহুলকে দুই বছরের জেল দিয়েছে সুরাতের আদালত। তবে তার শাস্তি এক মাসের জন্য সাসপেন্ড রাখা হয়েছে। অর্থাৎ, এক মাসের জামিন দেওয়া হয়েছে তাকে। এই সময়ের মধ্যে রাহুল উচ্চ আদালতে যেতে পারেন। তবে মামলা চলাকালীন রাহুল আদালতকে বলেছিলেন, নিজের মন্তব্যে তিনি অনড়। তিনি মনে করেন না যে, তিনি কোনো অন্যায় করেছেন।
ভারতীয় আইন অনুযায়ী, কোনো জনপ্রতিনিধির যদি দুই বছরের কারাদণ্ড হয়, তাহলে তিনি আর জনপ্রতিনিধি থাকতে পারেন না। তাকে পদ ছেড়ে দিতে হয়। সংসদেও বসতে পারেন না তিনি। কিন্তু রাহুলের ক্ষেত্রে এখনই তা প্রযোজ্য হবে কি না, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। যেহেতু রাহুলকে শাস্তির পাশাপাশি জামিনও দেয়া হয়েছে, তা-ই ওই নিয়ম রাহুলের ক্ষেত্রে এখনই প্রযোজ্য হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বিজেপি অবশ্য, এখনই রাহুলকে পদ ছাড়ার কথা বলেছে। সূত্র: ডিডাব্লিউ
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.