নতুন প্রজন্মকে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ সংক্রান্ত পথনির্দেশনার মাধ্যমে ভবিষ্যৎ জ্ঞানভিত্তিক বিনিয়োগকারী তৈরির লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ এবং নর্থ সাউথ ইউনিভারসিটি একটি যৌথ আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে শিক্ষার্থী ও লংকাবাংলার কর্মকর্তাগণের মধ্যে পুঁজিবাজার সম্পর্কিত মতবিনিময় হয়, যেখানে শিক্ষার্থীরা বহু প্রশ্নের মাধ্যমে আয়োজনটিকে আলোড়িত করে তুলে।
লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান কারিগরি নির্বাহী কর্মকর্তা (সিটিও) এস.এ.আর মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রিন্সিপাল শাখা ও গবেষণা বিভাগের কর্মকর্তাগণ ও নর্থ সাউথ ইউনিভারসিটির একাউন্টিং ও ফাইন্যান্স অনুষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল কবির উপস্থিত ছিলেন।
এস.এ.আর মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, নতুন প্রজন্মকে বিনিয়োগমুখী করে তুলতে লংকাবাংলা অবিরত কাজ করে চলছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.