দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও সীমান্ত ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ।
মঙ্গলবার (২১ মার্চ) সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহকগণ আবাসিক ও বাণিজ্যিক স্পেস ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি’র মাধ্যমে সীমান্ত ব্যাংক হতে গৃহঋণ সুবিধা পাবেন।
সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে রূপায়ন সিটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং সীমান্ত ব্যাংকের হেড অব অপারেশন্স এন্ড সিআরও মোহাম্মদ আজিজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় রূপায়ন সিটি উত্তরার পক্ষে জিএম, কাস্টমার সার্ভিস ডিভিশন জায়দুর রশীদ; জিএম ও হেড অফ ফাইন্যান্স মোঃ মোর্শেদ আলম এবং সহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন মোঃ ফিরোজ কবির এবং সীমান্ত ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস এন্ড এডিসি আরমান হোসেন; ইন-চার্জ, রিটেইল এসেটস এন্ড লায়াবিলিটি মোঃ মাসুদ সাজ্জাদ উপস্থিত ছিলেন ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.