৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ আগামী ৬ এপ্রিল এক বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। বিশেষ অধিবেশন টি সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
এটি চলতি বছরের দ্বিতীয় এবং একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ মঙ্গলবার (২১ মার্চ) সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
চলতি বছরের ৫ জানুয়ারি প্রথম অধিবেশন (২১তম) শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। সেখানে সর্বমোট ২৬ টি কার্যদিবস ছিল এবং সেখানে ১৯ টি বিল ও ১ টি আধ্যাদেশ উত্থাপিত করা হয়। ১০ টি বিলও পাস করা হয়।
২১তম অধিবেশন চলাকালে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা যান।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.