পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে পরিবর্তন

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই দলের টি-টোয়েন্টি সিরিজটি একদিন পিছিয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই নতুন সূচি ঘোষণা করেছে।

শুধু টি-টোয়েন্টি নয়, পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দিনক্ষণেও পরিবর্তন এসেছে। আগামী ১৩ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচ। এটা পরিবর্তন করায় নতুন সূচি অনুযায়ী সিরিজটি শুরু হবে আগামী ১৪ এপ্রিল। আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। সিরিজের মাঝের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ২০ এপ্রিল।

পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য এটা বাড়তি একটি ট্যুর। এই ম্যাচের ফলাফল আইসিসির টিম র‍্যাঙ্কিংয়ে বিবেচনা করা হবে। ওয়ানডে ম্যাচগুলো এশিয়া কাপ এবং বিশ্বকাপে পাকিস্তানকে সাহায্য করবে। আর টি-টোয়েন্টিগুলো ২০২৪ বিশ্বকাপের জন্য সাহায্য করবে।’

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি অবশ্য আগের মতোই ২৬ এপ্রিল শুরু হবে। আর তা শেষ হবে ৭ মে। মাঝের তিন ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে যথাক্রমে ৩০ এপ্রিল, ৩ এবং ৫ মে। তবে এই ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। দুই দেশের ক্রিকেট বোর্ড এই সিরিজটিকে ভারত বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.