গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধারে বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডগ স্কোয়াডের এক কুকুরকে পুরস্কৃত করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পাওয়া র্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হয়েছে।
গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
অর্থসূচক/এএইচআর