ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলো যমুনা ব্যাংকের

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের কাটাখালিতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন  করা হয়। যেখানে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৬,৫১৩ জন লোকের ঔষধসহ ফ্রি চিকিৎসা এবং ৫৬৩ জনকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সাবেক এমপি, যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশি মানুষ।

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.