একজন শিক্ষার্থীর বাবা-মায়ের আকস্মিক মৃত্যুতে সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ পরে যেতে পারে হুমকির মুখে। এই দুর্বোধ্য পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকতে, লিডসউইন লিমিটেডর নিবন্ধিত স্কুলে অধ্যয়নরত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং লিডসউইন লিমিটেডের মধ্যে এডুকেশন কেয়ার সুরক্ষা বীমার জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং লিডসউইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রায়হান নোবেলের এই চুক্তিটি স্বাক্ষর করেন।
লিডসউইনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান মামুন, গার্ডিয়ান লাইফের আব্দুল হালিম এসভিপি ও হেড অফ মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্টসহ গার্ডিয়ান লাইফ এবং লিডসউইনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.