রমজানে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ

আসন্ন পবিত্র রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে এসব প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের অফিস পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

আরও বলা হয়, রমজান মাস অতিবাহিত হওয়ার পর দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.