‘যদি দেশকে নতুন এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে সবার প্রথমে পুরনো পদ্ধতিতে কাজ করা বন্ধ করতে হবে। দেশকে স্মার্ট করে গড়ে তুলতে হলে ৪ টি ক্ষেত্রে দেশকে স্মার্ট হতে হবে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমি, স্মার্ট গভর্মেন্ট এবং স্মার্ট সোসাইটি। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এ কথা বলেছেন।
আজ রবিবার (১৯ মার্চ) ‘ক্যাটালাইজিং বাংলাদেশ’স এন্ট্রোপ্রেনিউরাল ইকোসিস্টেম’ শীর্ষক বিষয়ে দিনব্যাপী “সংকল্প সামিট ২০২৩” এর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। সেখানে তিনি আবিষ্কার গ্রুপ এবং ইন্টেলক্যাপের সংকল্প উদ্যোগকে স্বাগত জানান। ইন্টেলক্যাপের বাংলাদেশ গ্রীন এন্টারপ্রাইজ ইকোসিস্টেম ইনিশিয়েটিভের সাঙ্গে তার সমর্থন এবং সম্পৃক্ততা ঘোষণা করেন।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ বছর আগে কাজ শুরু করেছেন। স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ হিসেবে দেশকে টেকনোলজির আওতায় নিয়ে আসার লক্ষ নিয়েই একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের উদ্যোক্তা ইকো সিস্টেমকে এগিয়ে নেবার লক্ষ্য নিয়ে প্রায় ২০০ টিরও বেশি অগ্রগামী স্টার্টআপ এবং চেঞ্জমেকারদের নিয়ে ভিশন ২০৪১ এর দিকে উন্নয়নকে ত্বরান্বিত করতে সংকল্প ঢাকা সামিট ২০২৩’র আয়োজন।
এসময় ইন্টেলক্যাপের ব্যবস্থাপনা পরিচালক জয়েশ ভাটিয়া বলেন, এই উদ্যোগটি ২০৩০ সালের মধ্যে এক হাজারটি ইমপ্যাক্ট এন্টারপ্রাইজের জন্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করবে এবং বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরো বাড়ানোর লক্ষ্যে দেশে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। এছাড়া সঠিক পদক্ষেপকে কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্য কীভাবে প্রযুক্তি এবং উদ্ভাবন উদ্যোক্তা ইকোসিস্টেম বৃদ্ধিকে উৎসাহিত করতে পারে এবং কীভাবে স্টার্টআপগুলি ইন্টেলক্যাপ এবং সংকল্পের মাধ্যমে উপকৃত হতে পারে। এই অঞ্চলে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করতে ইন্টেলক্যাপ কিভাবে ব্যবসাকে স্কেল আপ করতে পারে তার উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আবিষ্কার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিনীত রাই, সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরি’র (CAIF) পরিচালক ভেঙ্কট কোটামারাজু, ইউসিবি’র ডিএমডি অ্যান্ড সিএস এটিএম তাহমিদুজ্জামান, এফসিএস, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, আবিষ্কার ক্যাপিটালের পরিচালক-ইমপ্যাক্ট এবং ইএসজি সৌম্য সূর্যনারায়ণন।
সামিটে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) এর নেতৃত্বে বাংলাদেশে স্মার্ট জলবায়ু সহনশীল এবং টেকসই কৃষির প্রচার, ইউনিসেফের স্বাস্থ্য বিষয়ক মাইলফলক অর্জনের জন্য দায়িত্বশীল ব্যবসায়িক পদ্ধতির প্রচার, Water.org দ্বারা টেকসই ওয়াশ ফলাফলে এসএমইগুলির ভূমিকা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (GAIN) দ্বারা বাংলাদেশে খাদ্য ব্যবস্থাকে রূপান্তরিত করতে আরও উদ্যোগ এবং ব্যবসায়িক উদ্ভাবনের দ্বারা স্বাস্থ্যসেবা মডেলের ভবিষ্যৎ কেমন হতে পারে প্রভৃতি বিষয়ের উপর আকর্ষণীয় সেশনের আয়োজন করা হয়।
এছাড়াও সামিটে মাস্টার ক্লাসের মাধ্যমে বেশ কয়েকটি বিষয়ে বিস্তারিত শেখার সেশন এবং একটি লাইভ ডিল রুম ছিল যেখানে আঞ্চলিক এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলির সাথে সরাসরি আলাপ করেন। ইন্টেলক্যাপ এবং আবিষ্কার গ্রুপ দ্বারা যৌথভাবে আয়োজিত গ্লোবাল সাউথের বৃহত্তম সম্মেলন, সংকল্প ঢাকা সামিট ২০২৩ এ ৪০ জনেরও বেশি আন্তর্জাতিক এবং ২০০ জনের মত স্থানীয় আলোচক, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
সামিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি, বেসরকারি এবং আন্তর্জাতিক পলিসিমেকিং এ সংযুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.