বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের রফতানি ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গঠিত ৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের গত বৃহস্পতিবার (১৬ মার্চ) একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশীদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান শামীম আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.