দিল্লিতে নতুন দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব আর নেই সৌরভ গাঙ্গুলির। আর তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে আর কোনো বাঁধা নেই ভারতের সাবেক অধিনায়কের। এই সুবাদে দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে যোগ দিয়েছেন সৌরভ।

এর আগেও দিল্লি ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ পদে ছিলেন সৌরভ। এর আগে ২০১৯ সালে দলটির মেন্টরের ভূমিকায় দেখা গেছে তাকে। তারপর বিসিসিআইয়ের সভাপতি নিযুক্ত হওয়ায় আইপিএলে আর কোনো দায়িত্বে দেখা যায়নি সৌরভকে।

ভারতের ক্রিকেট অবকাঠামোতে স্বার্থের সংঘাতকে (কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট) বেশ গুরুত্বের সঙ্গে তদারকি করা হয়। যার কারণে একই ব্যক্তি একই সময়ে দুটি পদে বহাল থাকতে পারেন না। এ কারণেই ২০২০ সালের আইপিএল থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছিলেন সৌরভ।

এখন থেকে সৌরভের দায়িত্ব শুধু আইপিএলেই থাকছে না। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং নারী আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দেখভালও করবেন তিনি।

দায়িত্ব পেয়ে সৌরভ বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে ফিরে ভালো লাগছে। নারী দল এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আইপিএলের আসন্ন মৌসুমে কাজ করতে মুখিয়ে আছি। শেষবার আমি যখন এই দলটির দায়িত্বে ছিলাম, তখন তারা ভালো করেছে। আমি ইতোমধ্যেই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছি। আমি তাদের গ্রুপ হিসেবে দেখতে চাই। আশা করি, আগামী দুই মাস আমাদের বেশ ভালো কাটবে।’

৩১ মার্চ শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ডেভিড ওয়ার্নারকে নিজেদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দিল্লি। দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অক্ষর প্যাটেল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.