নিয়ম ভাঙলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কুকুরের গলায় দড়ি না বেঁধে তাকে পার্কে ছেড়ে দিয়েছিলেন তিনি। লন্ডনের হাইড পার্কে এই কাজ করেছেন ঋষি সুনাক ও তার স্ত্রী। অথচ, হাইড পার্কে স্পষ্টভাবে লেখা রয়েছে, কুকুর নিয়ে ঘোরা যাবে, কিন্তু তাদের ছেড়ে দেয়া যাবে না। গলায় দড়ি বেঁধে রাখতে হবে।
টিকটক ভিডিও করেন এমন একজন সেই বোর্ড দেখিয়ে ঋষি সুনাকের ছাড়া কুকুরের ভিডিও দেখান। তারপর দেখা যায় সুনাক ও তার স্ত্রী কুকুরের গলাবন্ধের সঙ্গে দড়ি বাঁধছেন।
সুনাকের এই কুকুরের নাম নোভা। জাতে ল্যাব্রাডর। বয়স দুই বছর। তাকে নিয়েই ঘুরতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেটা করতে গিয়েই নিয়ম ভেঙেছেন।
এর আগে তিনি গাড়ির বেল্ট না লাগিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাকে একশ পাউন্ড জরিমানা করেছিল। পুলিশ জানিয়েছে, একটা কুকুরকে ঘুরতে দেখে তারা এক নারীকে বিষয়টি জানান। তিনি কুকুরের গলায় দড়ি বেঁধে দেন।
সুনাকের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরিবার ও অন্যদের ভিডিও করা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। সুনাক কি নিয়মভঙ্গের জন্য ক্ষমা চাইবেন? মুখপাত্রের জবাব, ‘ভিডিওটি আপনারা দেখেছেন, আমি এনিয়ে কিছুই বলব না।’
তবে সামাজিক মাধ্যমে মানুষ প্রচুর মন্তব্য করছেন। সুনাকের ভরপুর সমালোচনা হচ্ছে। অনেকে মজাও করছেন। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
Notice: Dogs must be kept on leads. Do not allow them to enter the lake or disturb the wildlife.
Rishi Sunak: pic.twitter.com/xStmZiE59F
— Nicole ☻ (@NicoleJadeB) March 12, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.