দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে ৪৭৭ কোটি টাকা লোপাট ও প্রতিষ্ঠানটির সরকারি অডিটে ৩২টি অনিয়মের ঘটনা অনুসন্ধান করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার (১২ মার্চ) বিপুল পরিমাণে অর্থ লোপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি হাইকোর্টের নজরে আনলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ওই আদেশ দেন।
ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতাকে কেন অবৈধ মানা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। জারি করা রুলে বিবাদী করা হয়েছে দুদকের চেয়ারম্যান, এসেনসিয়াল ড্রাগস এর এমডি, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে। বিপুল পরিমাণে আর্থিক অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।
স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষায় যেসব অনিয়ম ধরা পড়েছে তার মধ্যে রয়েছে, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, ব্যবহৃত কাঁচামালের চেয়ে ওষুধ উৎপাদন কম দেখানো, উৎপাদিত ওষুধে সঠিক মাত্রায় কাঁচামাল ব্যবহার না করে গুণগত ওষুধ উৎপাদন না করা, কনডম প্রস্তুতে কাঁচামালের ঘাটতি, বনভোজনের নামে ভ্রমণভাতা, করোনাকালীন ক্যান্টিন বন্ধ থাকলেও প্রাপ্যতা না হওয়া সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদেরকে অনিয়মিতভাবে ক্যান্টিনে সাবসিডি প্রদানের নামে টাকা আত্মসাৎ।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরকারি অডিটেই আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে। গত ২০২০-২০২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে প্রতিষ্ঠানটিতে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি ৪৭৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর আগে শনিবার (১১ মার্চ) একটি জাতীয় দৈনিকে ‘সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
অর্থসূচক/এএইচআর
3800697
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.