আইসিএমএবি’র “Enlistment Procedures of CMA Firms with the FRC” শীর্ষক কর্মশালা

দি ইন্সস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট আ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) “Enlistment Procedures of CMA Firms with the FRC” এর উপর একটি কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (৯ মার্চ) আইসিএমএ রুহুল কুদ্দুস ভবনের অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করা হয়।

ফিনানসিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান ডঃ মোঃ হামিদ উল্লা ভূঁইয়া, অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে এফআরসিতে ফার্ম তালিকাভূক্তির পদ্ধতি তুলে ধরেন। তিনি আরো বলেন একাউন্টেন্সি পেশার স্বচ্ছতার জন্য তারা স্বল্প জনবল নিয়ে এফআরসি নিরলস কাজ করে যাচ্ছে এবং সিএমএ পেশায় অডিট কার্যক্রমে আরো সুযোগবৃদ্ধি পাবে বলে তিনি আশ্বাস দেন।

ফিনানসিয়াল রির্পোটিং কাউন্সিলের অডিট প্রাকসিস রিভিউ ডিভিশনের এক্সিকিউটিভ ডিইরেক্টর, মোঃ সাইদ আহমেদ এফসিএ, মুল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সিএমএ ফার্ম কিভাবে এফআরসিতে তালিকাভুক্ত হবে তার নিয়ম নীতি তুলে ধরেন এবং কেন তালিকা থেকে নাম বাদ পরে তাও বিস্তারিতভাবে বর্নণা করেন।

কর্মশালায় মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ, প্রেসিডেন্ট, আইসিএমএবি তার বক্তব্য পেশ করেন। খান উল্লেখ করেন যে ডকুমেন্ট ভেরিভিকেশন সিস্টেম (ভিভিএস) প্রবর্তনের ফলে বাংলাদেশের প্রাকটিসিং সি এ ফার্মগুলো দ্বারা এত অধিক সংখ্যক সংবিধিবদ্ধ সংস্থার অডিট করা সম্ভব নয়। যার ফলে অনেক কম্পানির অডিট অনিষ্পন্ন হয়ে আছে। এছাড়া অনেক পার্টনারশিপ এবং একক মালিকানাধীন ব্যবসার অনেক টার্নওভার তৃতীয় পার্টি দ্বারা অডিট হচ্ছে না ফলশ্রুতিতে দেশ অনেক ট্যাক্স রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের রেভিনিউ আয়ের জন্য এই ব্যবসা সমূহ অডিটের আওতায় আনতে হবে। তিনি আরো যোগ করেন সিএমএ অ্যাক্ট ২০১৮, কম্পানিস অ্যাক্ট ১৯৯৪ এবং এফআরএ ২০১৫ অনুসারে সিএমএগণ বিভিন্ন ধরনের অডিট করার জন্য ক্ষমতা প্রাপ্ত। অতএব অথরিটির সঠিক ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন, যাতে করে সিএমএগণের দক্ষতা কাজে লাগানো যায়। তিনি আরো বলেন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি শিল্পায়িত দেশ হিসেবে গড়ে তোলার ভিশনের সঙ্গে আইসিএমএবির ভিশন একই মতাদর্শে প্রতিষ্ঠিত।

আইসিএমএবির প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেমিনার এবং কনফারেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম এফসিএমএ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ডিবিসি’র চেযারম্যান সাইফুল আজম এফসিএমএ বক্তব্য রাখেন। মোঃ কাউসার আলম এফসিএমএ, সেক্রেটারী আইসিএমএবি ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণের প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং সদস্যগণের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি বেশ প্রানবন্ত হয়।

দেশ বিদেশ থেকে বেশ অনেক সংখ্যক সদস্য এ কর্মশালায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি “ZOOM” ভিত্তিক কনফারেন্স’র মাধ্যমেও বিভিন্ন দেশ থেকেও বেশ অনেক সংখ্যক সদস্য সংযুক্ত ছিল।

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.