ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে ইবিএল, স্টার্ট আপ বাংলাদেশ এমপ্লয়ীদের অগ্রাধিকার ব্যাংকিং সুবিধা প্রদান করবে।
ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব কমিউনিকেশন্স এন্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম, হেড অব পে-রোল ব্যাংকিং নাহিদ ফারজানা। স্টার্ট আপ বাংলাদেশ হেড অব প্রটফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ আরিফ, কোম্পানি সেক্রেটারি এবিএম মনিরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.