সিদ্দিকবাজারে বিস্ফোরণ: অপমৃত্যু মামলা করল পুলিশ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল হাসান কামাল বলেন, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটসহ অনেকে বিষয়টি তদন্ত করছে। তদন্তে যদি উঠে আসে নাশকতা বা বিস্ফোরক তাহলে অন্য মামলা হবে। এখন অপমৃত্যুর মামলায় পুলিশ ঘটনার তদন্ত করবে।

গত ৭ মার্চ বিকেলে গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে ১৮০/১ হোল্ডিংয়ের সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার তিনতলা পর্যন্ত পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

এদিকে এ বিস্ফোরণে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। নিখোঁজ আছেন তিনজন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.