গার্ডিয়ান লাইফ ও অগমেডিক্স’র মধ্যে চুক্তি

সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং অগমেডিক্স বাংলাদেশ লিমিটেড একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, অগমেডিক্সের সকল কর্মচারী এবং তাদের নির্ভরশীলরা গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা ভোগ করবে।

এই গ্রুপ বীমা চুক্তির মাধ্যমে গার্ডিয়ান লাইফ এবং অগমেডিক্স একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে টানা সপ্তম বছরে পদার্পণ করলো।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং অগমেডিক্স’র কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মাহমুদ আফসার ইবনে হোসেন, ইভিপি ও হেড অব গ্রুপ বিজনেস; জান্নাতুস সেতারা, সিনিয়র এক্সিকিউটিভ; মোহাম্মদ আরিফ হোসেন, অফিসার

ও অগমেডিক্স’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌরভ রায়, রিক্রুটার; মহিউদ্দিন কাদের অর্ণব, অফিসার; নাবিলা তাহসিন আহমেদ, ট্যালেন্ট একুইজিশন লিড।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.