গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৫

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় হতাহতর সংখ্যা বাড়ছেই। রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় শতাধিক।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরমধ্যে আহত ৭০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। পরে আপনাদের বিস্তারিত জানাতে পারবো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, প্রাথমিকভাাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণ হওয়া পাঁচতলা ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। ওই ভবনটি পাশে সাততলা আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.