আর্থিক সাক্ষরতা দিবস পালন করলো আইপিডিসি ফাইন্যান্স

সম্প্রতি, প্রতিবছর মার্চ মাসের প্রথম সোমবার সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর সূত্র ধরে, শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, তাদের প্রতিটি শাখায় আর্থিক সাক্ষরতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে।

এ বছর আর্থিক সাক্ষরতা দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকায় জাগো ফাউন্ডেশনের বনানীস্থ স্কুলে এবং বগুড়ার শোনপোচা চরের উচ্ছাস স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ পর্বের আয়োজন করে আইপিডিসি। সেখানে শিক্ষার্থীদের অর্থ ও অর্থের পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা উন্নয়নের বিষয়ে জানানো হয়।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, “এই দিবসটি উদযাপনের লক্ষ্য হলো আর্থিক সাক্ষরতার গুরুত্ব এবং যথাযথ চর্চা নিশ্চিত ও এর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেই উপলক্ষ্যে আমরা বছরব্যাপি আরও বেশকিছু কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছি।”

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.