এডিসন রিয়েল এস্টেটের গ্রাহকদের আকর্ষণীয় সুবিধা দিবে ইউসিবি

এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের আকর্ষণীয় হার এবং সুবিধা সহ হোম লোন দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এছাড়াও, ইউসিবি গ্রাহকরা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এডিসন রিয়েল এস্টেট লিমিটেড থেকে অগ্রাধিকারমূলক সুবিধা পেতে সক্ষম হবেন।

সম্প্রতি এ বিষয়ে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

এসময় ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং এডিসন গ্রুপের চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ ঢাকায় ইউসিবি কর্পোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও নাবিল মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি; এ.টি.এম. তাহমিদুজ্জামান এফসিএস, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি; মোহাম্মদ শফিকুর রহমান, এসইভিপি এবং রিটেইল বিজনেস বিভাগের প্রধান; ইউসিবি এবং সাহেদুল করিম মুন্না অতিরিক্ত পরিচালক, এডিসন রিয়েল এস্টেট লিমিটেড; মাসুদ আলম অতিরিক্ত পরিচালক, এডিসন রিয়েল এস্টেট লিমিটেড সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.