ইনিংসের প্রথম বলেই জেসন রয়ের বিপক্ষে লেগ বিফোর উইকেটের জোরালো আবেদন করেছিলেন মুস্তাফিজুর রহমান। বোলার ও কিপারের আত্মবিশ্বাস রিভিউ নিলেও শেষ পর্যন্ত সাফল্য আসেনি। মাঝারি লক্ষ্য তাড়ায় বেশ সাবলীল শুরু করে ইংল্যান্ড।
দুই ওপেনার রয় ও ফিল সল্ট ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। তাদের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ইনিংসের নবম ওভারে সাকিবের বলে ব্যাকফুটে গিয়ে কভার দিয়ে কাট চেয়েছিলেন সল্ট।
খানিকটা এজ হওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন ৩৫ রান করা এই ব্যাটার। পরের ওভারে বোলিং এসে তিনে নামা দাভিদ মালানকে আউট করেন ইবাদত হোসেন। ডানহাতি এই পেসারের বলে মিড অন দিয়ে খেলতে গিয়ে মাহমুদউল্লাহকে ক্যাচ দেন রানের খাতা খুলতে না পারা মালান।
এর আগে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। যদিও পুরো ওভার খেলতে পারেনি। ৪৮.৫ ওভারেই ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.