ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার খুলনায় ব্যাংকের একটি প্রায়োরিটি সেন্টার উদ্বোধন করেন।
রবিবার (৫মার্চ) সেন্টারটি উদ্বোধন করা হয়।
নতুন স্টেট-অব-দি আর্ট সেন্টারটিতে প্রায়োরিটি গ্রাহকদের ওয়ান-স্টপ সেবা, নিবেদিত রিলেশনশীপ ম্যানেজারসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড প্রিমিয়াম সেবা প্রদান করা হবে।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক প্রমূখ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.