পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য প্রচার না করতে জাতীয় টেলিভিশনগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা। আল-জাজিরা সূত্রে জানা গেছে ঘৃণা ছড়ানো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার অভিযোগ এনে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
লাহরে ইমরান খান একটি বক্তব্যে দেওয়ার পর পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা এই নিষেধাজ্ঞা জারি করে। ওই বক্তব্যে ইমরান খান তাকে ক্ষমতাচ্যুতের জন্য সাবেক সেনা প্রধান জেনারেল বাজওয়াকে দায়ী করেন।
দুর্নীতির মামলায় ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করতে গেলে ইমরান খান এই মন্তব্য করেন। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান।
তাছাড়া কৌশলে এরই মধ্যে গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছেন তিনি। তোশাখানা মামলার জেরে ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে রোববার (৫ মার্চ) অভিযান চালায় ইসলামাবাদ পুলিশ।
জানা গেছে, রোববার সকালেই ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে পৌঁছায়। এ খবর পেয়ে ইমরান খানের বাড়িতে জড়ো হয় হাজার হাজার সমর্থক।
৭০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বছর ওয়াজিরাবাদে বন্দুক হামলার শিকার হন। ওই বাড়িতে থেকে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.