রাজধানীতে ‘সিটি করপোরেশনের’ গাড়িচাপায় নিহত ১

রাজধানীর মিরপুর-১ এলাকায় ‘সিটি করপোরেশনের’ গাড়িচাপায় একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি চাপা দিলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়েছে। আমরা গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.