ঢাবির ১৯৯০-৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯০-৯১ ব্যাচের শিক্ষর্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডে-২০২৩’।

শুক্রবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দিনব্যাপি এ আয়োজনে নব্বই দশকের ঢাবি শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। দেশ-বিদেশ থেকে আগত কয়েক শত ঢাবি’র সাবেক সতীর্থ এতে অংশ নেন।

অনুষ্ঠানের আহ্বায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, যুগ্ম-আহ্বায়ক নারায়ণ সাহা মনি, এসএম আকাশ, প্রফেসর গোলাম রব্বানী, আনজাম মাসুদ, প্রফেসর মাহমুদুর রহমান এবং সদস্য সচিব ও সমন্বয়কারী বোরহানউদ্দীন ইউসুফ, সদস্য শরমিন গুলশান, য়ুগ্ম-সচিব আবদুর রাজ্জাক, শাহ মোস্তফা আলমগীর, ফয়সাল আহসান, শাহীনা ইয়াসমিন রুনাসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তানজিব-উল আলম, বিপুল চন্দ্র সরকার, প্রফেসর ড. বিমান বড়ুয়া, শরিফুজ্জামান পিন্টু, মো. সালাউদ্দীন, সরদার আসাদুজ্জামান, উর্মিলা খালেদ ও ড. শিরিন আক্তার প্রমুখ।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.