রাজধানীর এলিফ্যান্ট রোডের সাইন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ঘটনাস্থলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
এর আগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত হয়ে ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয় জন ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাত জন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.