নির্বাচন ব্যবস্থা এখনো পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি: সিইসি

দেশের নির্বাচন ব্যবস্থা এখনো পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, আমরা কিন্তু একটা সংকটে আছি এতে কোনো সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনও রাজনৈতিক ঐকমত্য দেখতে পাচ্ছি না। এখানে ঐকমত্য খুব বেশি প্রয়োজন।

বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, ঐক্যবদ্ধের ভিত্তিতে যদি নির্বাচনটা হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার সম্ভাবনাটা তিরোহিত হয়ে যায়।

এসময় নির্বাচনের আগে বা নির্বাচনকালীন কোনো সংকট সৃষ্টি যেন না হয় এমন প্রত্যাশা করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আজকেও পত্রিকায় দেখলাম জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনায় আস্থার জায়গা জিরোর কোঠায় নেমে এসেছে। এটা সম্পূর্ণ সত্য নয়, তবে কিছুটা সত্য হলেও ভালো হবে না। ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজক হিসেবে ভোটার এডুকেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা একটা খাবার তৈরি করে নিজেরাই খেয়ে ফেলবো না। ভোটার দিবসে আমরা যদি আরও অনেক বিশিষ্টজন ও অংশীজনদের আমন্ত্রণ জানাতে পারি বা তাদের সমবেত করতে পারি, তাহলে তারও একটা ইতিবাচক ফল হতে পারে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান।

আহসান হাবিব খান বলেন, সবার প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন করা যাবে।

বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচনের ক্ষেত্রে ভোটার দিবসের গুরুত্ব অপরিসীম। গত এক বছরে অনুষ্ঠিত কোনো নির্বাচনে প্রাণহানি ঘটেনি। ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে।

আনিছুর রহমান বলেন, গতানুগতিক ভোটার দিবস পালন করে লাভ নেই। অংশীজনদের নিয়ে আগামীতে এই আয়োজন করলে ইতিবাচক ফল আসতে পারে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.