নিবন্ধনেই মিলছে ট্রেনের টিকিট

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া আর ট্রেনের টিকিট কাটা যাবে না। বিদেশি নাগরিকদের ট্রেনে ভ্রমণে পাসপোর্ট দেখিয়ে টিকিট নিতে হবে।

বুধবার (১ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে আজ থেকে অনলাইনে নিবন্ধন করে ট্রেনের টিকিট বিক্রি ও অনলাইনে টিকিট কেটে যাত্রীরা ভ্রমণ করতে পারছেন। ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশন থেকে সংগ্রহের নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে যেসব যাত্রী স্টেশনে এসে টিকিট কাটছেন তাদের অনেকেই নিবন্ধন করতে একটু ঝামেলায় পড়লেও অধিকাংশ ট্রেনেরই টিকিট পাচ্ছেন সহজে। অথচ আগে ট্রেনের টিকিট ছাড়ার কয়েক ঘণ্টা পর বা ট্রেন ছাড়ার একদিন আগে থেকে টিকিট পাওয়া অনেকটা অসম্ভব ছিল।

রেলের টিকিট কাটতে হলে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর তা নির্বাচন কমিশনে রক্ষিত ডেটাবেজ থেকে যাচাই করা হবে। এরপরই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে অন্য কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবে না।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.