ডিআরএস সুবিধা পেতে ২০২৭ পর্যন্ত চুক্তি বিসিবির

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে আলোচনা-সমালোচনার কমতি ছিল না সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এবার সব সমস্যার সমাধানে ডিআরএসের পরিবেশকের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমরা লম্বা সময়ের জন্য চুক্তিতে চলে যাচ্ছি। যারা এই সার্ভিসটা দেয় তাদের সঙ্গে আমরা চুক্তি করতে চাচ্ছি ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে ঘরোয়া ও আন্তর্জাতিক খেলাগুলো হবে সবগুলোতেই আমরা ডিআরএস সুবিধা পাবো।’

দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজে ডিআরএস পাওয়া নিয়ে সমস্যা হয় না বিসিবির। তবে বিপিএলের আগে থেকেই ডিআরএস থাকছে কি থাকছে না তা নিয়ে শুরু হয় আলোচনা। এবার পর্যাপ্ত সময় না পাওয়ায় বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে পাওয়া যায়নি ডিআরএস। যদিও প্লে অফে ডিআরএস নিশ্চিত করেছিল বিসিবি।

নিজামউদ্দিন জানিয়েছেন আন্তর্জাতিক সিরিজ তো বটেই বিপিএলের আগামী চার আসরেও ডিআরএস পেতে কোনো সমস্যা হবে না। আগে ডিআরএসের বিষয়গুলো প্রোডাক্শনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোই দেখভাল করতো। কিন্তু এবারই প্রথম ডিআরএসের পরিবেশকদের সঙ্গে সরাসরি চুক্তিতে যাচ্ছে বিসিবি।

নিজামউদ্দিন বলেছেন, ‘অবশ্যই ডিআরএস থাকবে (ইংল্যান্ড সিরিজে)। ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে। অনেক বিষয় এসেছে। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা অংশ। আগে যখন ডিআরএস ছিল না তখন কিন্তু আইসিসি ইভেন্টও হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএসটাকে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে।’

ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে লম্বা সময় ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এর অংশ হিসেবে এসব টুর্নামেন্টেও ডিআরএস ব্যবহারের পরিকল্পনা ছিল বিসিবির। এবার সেই পরিকল্পনাও বাস্তবায়ন হতে চলেছে। এই বিষয়ে খোলাসা করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএসটাকে আনার। আমরা চেষ্টা করেছিলাম ডিআরএসটাকে আমাদের প্রোডাকশন টিমের হাতে দিয়েছিলাম। এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ মেয়াদে যাচ্ছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.