পাঁচ দিন পর হাসলো পুঁজিবাজার

টানা পাঁচ কার্যদিবস পতনের পর আবারও একটু স্বস্তি ফিরেছে দেশের পুঁজিবাজারে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে টানা ৫ দিন পতনের পর আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্যসূচক বেড়েছে। একইসাথে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকের অবস্থান ছিলো ৬২৪৬ দশমিক ২০ পয়েন্টে। পরের কার্যদিবস ১৯ ফেব্রুয়ারি আগের কার্যদিবসের তুলনায় ১৮ দশমিক ২৭ পয়েন্ট পতনের পর সেদিন লেনদেন শেষে সূচকের অবস্থান দাঁড়ায় ৬২২৭ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়াও ২০ ফেব্রুয়ারী আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ১ পয়েন্ট কমে ৬২১৮ দশমিক ৮৩ পয়েন্টে, ২২ ফেব্রুয়ারি আগের কার্যদিবসের তুলনায় ০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৬২১৮ দশমিক ৩০ পয়েন্টে, ২৩ ফেব্রুয়ারি আগের কার্যদিবসের তুলনায় তুলনায় ১৩ দশমিক ১১ পয়েন্ট কমে ৬২০৫ দশমিক ১১ পয়েন্টে এবং রোববার (২৬ ফেব্রুয়ারি) ২৩ দশমিক ০২ পয়েন্ট কমে আগের কার্যদিবসের তুলনায় পয়েন্ট কমে লেনদেন শেষে সূচকের অবস্থান ছিলো ৬১৮২ দশমিক ০৯ পয়েন্টে।

টানা পাঁচ কার্যদিবসে মোট ৬৪ দশমিক ১১ পয়েন্ট পতনের পর আজ ১৭ দশমিক ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ‘ডিএসইএক্স’ অবস্থান করছে ৬১৯৯ দশমিক ২০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে অপর দুই সূচক ‘ডিএস-৩০’ ৫  পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে বর্তমানে সূচক দু’টি যথাক্রমে ১৩৫৬ ও ২২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.