‘৬ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ’

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ শক্তভাবে অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এ সময় টাকার মান কমেছে ১১ দশমিক ৩ শতাংশ। একইসঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে ৪ দশমিক ৯৭ শতাংশ বা ১ হাজার ৬৭৫ দশমিক ৯৬ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন সংগঠনটির প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. সামির সত্তার।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের ট্যাক্স-জিডিপি রেশিও ৭ দশমিক ৫ শতাংশ, যা সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এনবিআরের আয় সংগ্রহ হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৬২ কোটি টাকা। যা এর আগের অর্থবছরের একইসময়ের চেয়ে ১৩ দশমিক ১০ শতাংশ বেশি।

সামির সত্তার আরও বলেন, গত ডিসেম্বরে দেশে গড় মূল্যস্ফীতি ছিলো ৮ দশমিক ৭৬ শতাংশ। এরপরের মাস অর্থাৎ জানুয়ারিতে একটু কমে দাড়ায় ৮ দশমিক ৭৩ শতাংশে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে খাদ্য বহির্ভূত ও খাদ্য পণ্যে মূল্যস্ফীতি ছিলো যথাক্রমে ৯ দশমিক ১০ শতাংশ এবং ৮ দশমিক ৫০ শতাংশ।

দেশের বেসরকারি খাতের বিনিয়োগ ও এফডিআই বাড়ার পেছনে বেশ কিছু বাধা রয়েছে। এর মধ্যে অপর্যাপ্ত অবকাঠামো অন্যতম। একইসঙ্গে ব্যাপকহারে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রভাবও পড়েছে। ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কারের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন ডিসিসিআই প্রেসিডেন্ট।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.