হাথুরুসিংহের সহকারী হিসেবে দেশি কোচ নিতে চায় বিসিবি

হাথুরুসিংহকে প্রধান কোচ করার পর থেকেই সহকারী কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গুঞ্জন উঠেছিল লঙ্কান এই কোচের সহকারী হিসেবে দেশিদের সুযোগ দিতে চাচ্ছে বিসিবি। সেসময় সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল কিংবা আফতাব আহমেদের নামও উঠে এসেছিল।

যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এদিকে ইংল্যান্ড সিরিজে হাথুরুসিংহের সহকারী হিসেবে যে কাউকে পাওয়া যাচ্ছে না সেটা প্রায় নিশ্চিত। তবে সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে সহকারী কোচ চেয়ে মঙ্গলবার বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। সেখানেই দেশি-বিদেশিদের আবেদন করার আহ্বান জানিয়েছেন বোর্ড সভাপতি।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আজকে আমরা সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছি। আমি আশা করছি দেশি-বিদেশি যারা আগ্রহী তারা আবেদন করবে। এখানে আরেকবার আমি কথাটা জোর দিয়ে বলছি, সাধারণত আমরা যখন এরকম বিজ্ঞাপন দিই খালি বিদেশিরাই আবেদন করে। কিন্তু আমরা চাচ্ছি এবার দেশি যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আবেদন করে। কারণ অনেক সময় কথাবার্তা শুনলে মনে হয় আগ্রহী কিন্তু কখনও তো আমাদের কাছে অ্যাপ্রোচ করে না, আবেদনও করে না। এই দূরত্বটা দূর করার জন্য আমরা ঠিক করেছি, বিজ্ঞাপন দিয়ে দিয়েছি আজকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলছি দেশি-বিদেশি যারাই এই পদের জন্য আগ্রহী তারা যেন আবেদন করে।’

জাতীয় দলে বিদেশিরা কাজ করলেও যুব দল কিংবা এইচপিতে দেশি কোচদেরই বেশি প্রাধান্য দেয়ার চেষ্টা করছে বিসিবি। সহকারী কোচ হিসেবে না নেয়া গেলে তবুও তাদের জন্য দরজা খোলা রাখছে দেশটির ক্রিকেট বোর্ড। বিসিবির চাওয়া মতো হলে আপাতত এইচপি কিংবা যুব দলে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য তাদের তৈরি করতে চায়।

এমনটা নিশ্চিত করে বোর্ড সভাপতি পাপন বলেন, ‘এই পদে হলে তো হলোই যদি না হয় আমরা চেষ্টা করবো অন্যান্য জায়গায় তাদের কাজে লাগাতে। যাতে ভবিষ্যতে তারা আসতে পারে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.