এফএসআইবিএল’র নতুন অফিসারদের প্রশিক্ষণ

দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নব নিযুক্ত ট্রেইনি এ্যাসিস্টেন্ট অফিসারদের নিয়ে ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. কে. এম. আমজাদ হুসাইন ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৪১জন ট্রেইনি এ্যাসিস্টেন্ট অফিসার অংশগ্রহণ করছেন।

 

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.