এমটিবি ও আমারল্যাব-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং আমারল্যাব-এর মধ্যে সম্প্রতি আমারল্যাব-এর কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায়, এমটিবি’র গ্রাহকরা আমারল্যাব থেকে ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করলে বিশেষ সুবিধা এবং ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

এমটিবি’র তাহসিন শহীদ, হেড অব রিটেইল নিউ বিজনেস এবং আমারল্যাব-এর নাফিসা চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে আমারল্যাব-এর ইরফান ইসলাম, উপদেষ্টা ও মোখলেসুর রহমান মিজবা, সিওও এবং এমটিবি’র লতিফুল মান্নান চৌধুরী, হেড অব রিটেইল প্রোডাক্ট, প্রোপোজিশন এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, খন্দকার ফয়জুল্লা হেস সামী, হেড অব প্রোপোজিশন এন্ড অ্যালায়েন্স এবং নাফিস মেহরাব-আল-ইসলাম, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.