রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গুলশানে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ২ জনের মৃত্যু হলো। এছাড়া সংকটাপন্ন অবস্থায় আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
জেডএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের ম্যানেজার মুস্তাকিম বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৮) নামের একজন মারা গেছে। ঠিকানায় তার বাসা গুলশান-২ লেখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজুর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি ভবনের ১২তলায় এক কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ করতেন। ১২ তলা থেকে লাফ দেওয়ার পর গতকাল রাত ১০টার দিকে তাকে ঘটনাস্থলের কাছেই একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি মারা যান।
এর আগে রোববার রাতে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনের ৭তলায় আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবার বসবাস করত। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬-৭টি ইউনিট কাজ করছিল। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় ইউনিট আরও বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১৯টি ইউনিট কাজ করে আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আনে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.