গুলশানে আগ্নিকাণ্ড: লাফিয়ে পড়ে মৃত্যু ১

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার বহুতল আবাসিক ভবনে আগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে পড়ে আনোয়ার (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ২২ জনকে জীবিত উদ্ধার করেছে। এর মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ১২ জন ও শিশু ১ জন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে রোববার রাতে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনের ৭তলায় আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবার বসবাস করত। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬-৭টি ইউনিট কাজ করছিল। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় ইউনিট আরও বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১৯টি ইউনিট কাজ করে আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মইনউদ্দিন জানান, প্রথমে পানির সোর্স ছিল না, আমরা যে পানি এনেছি সেগুলো দিয়ে কাজ চালিয়েছি। এরপর বিভিন্ন জায়গা থেকে পানি নিয়েছি। রাস্তার পাশে যে ভবনগুলো আছে এগুলোর কাছাকাছি যেতে পারছিলাম না। আগুন লাগার পর ভবনের সপ্তম তলা থেকে চার জন লাফিয়ে পড়েন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে পরবর্তীতে জানা যাবে।

আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী ও শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.