চন্দ্রনাথ থেকে নামতে হুড়োহুড়ি, ৪ পুণ্যার্থী আহত

চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সিঁড়ি ভেঙে দুজন মারা গেছেন, এমন তথ্য শনিবার মধ্যরাতে ছড়িয়ে পড়ার পর পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পাহাড়ে ওঠা–নামার পথ বন্ধ করে দেওয়া হয়। পরে আজ ভোর হওয়ার সাথে সাথেই বিকল্প পথে নামতে অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে পড়ে ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মানুষের চাপাচাপিতে ২৪ ঘণ্টায় অসুস্থ হয়েছেন অন্তত ২ হাজার ২০০ তীর্থযাত্রী।

রোববার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের চলমান তিন দিনের শিবচতুর্দশী মেলায় এই ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ জানান, এই ঘটনায় আহত ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এখনও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ ধামকে ঘিরে গত শুক্রবার থেকে সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় তীর্থ শুরু হয়। প্রতিবছর এ মেলা তিন দিনের হলেও এবার তিথির কারণে চার দিন মেলা চলবে। গতকাল ছিল এ মেলার দ্বিতীয় দিন।

এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১০ লাখের বেশি পুণ্যার্থীর সমাগম হয়। তাঁদের সঙ্গে যোগ দেন ভারতসহ উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা।

মেলা কমিটির অতিরিক্ত সম্পাদক দুলাল দে বলেন, কোথাও সিঁড়ি ভাঙার খবর তাদের কাছে নেই। রাত আড়াইটার দিকে স্বয়ম্ভুনাথ মন্দিরের ঢোকা বন্ধ করে দেওয়ার পর জটলা অসহনীয় হয়ে পড়ে। ফলে ওঠানামা বন্ধ হয়ে যায়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.