ঢাবির পরিসংখ্যান ইনস্টিটিউট অ্যালামনাইয়ের পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসআরটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এবারের আয়োজন।

পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, সভাপতিত্ব করেন আইএসআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন প্রফেসর ড. এম সেকান্দার হায়াত খান। মধ্যাহ্নে অনুষ্ঠিত হয় আইএসআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. হাসিনুর রহমান খান। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকাল (২০১৮ সাল) থেকে অদ্যাবধি সম্পন্ন নানা পদক্ষেপ, কর্মকাণ্ড ও আয়-ব্যয়বিবরণী এজিএম এ উপস্থাপন করা হয়।

দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, শোকপ্রস্তাব, খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরবর্তী মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.