যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করা চীনা বেলুন ভূপাতিত করায় ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, বেলুনটি নজরদারির জন্য ব্যবহার করা হয়েছিল।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ শুক্রবার এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন জানিয়েছেন, তিনি চলতি মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে শিগগির চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, ‘আশা করি, আমরা এসব ঘটনার গভীরে যেতে পারবো। তবে সেই বেলুনটি ভূপাতিত করার জন্য আমি কোনো ক্ষমা চাইবো না।’
বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এসব বিষয়ে চীনের সঙ্গে কথা বলে যাচ্ছে। আমরা নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চাই না।’
এদিকে, বেলুনটি নজরদারির জন্য ব্যবহার করা হয়নি বলে দাবি করছে চীন। তারা বলছে, সেটি আবহাওয়ার তথ্য সংগ্রহের জন্য ওড়ানো হয়েছিল। পথ ভুলে যুক্তরাষ্ট্রে চলে গেছে।
গত ৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনার আকাশ থেকে বেলুনটি ভূপাতিত করা হয়। তাতে গোয়েন্দা ডিভাইস পাওয়ার দাবি করে সেনারা।
গত সোমবার মার্কিন সেনাবাহিনী জানায়, চীনা বেলুনটি থেকে খুবই সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, যা গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়। মার্কিন সেনাবাহিনীর নর্দান কমান্ডের বিবৃতিতে বলা হয়, বেলুনে সন্নিবেশিত স্পর্শকাতর ডিভাইস দেখে নিশ্চিত হওয়া গেছে যে, গোয়েন্দা নজরদারির জন্যই এ বেলুন ব্যবহার করা হয়েছে।
এদিকে বেলুন নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে চীন। চীন বলেছে, ২০২২ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বিনা অনুমতিতে তাদের আকাশসীমায় অন্তত ১০টি বেলুন উড়িয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সম্প্রতি কানাডার আকাশ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা সম্মিলিতভাবে যে উড়ন্ত বস্তু ভূপাতিত করেছে, সে সম্পর্কে বেইজিংয়ের কোনো ধারণা নেই। তবে যুক্তরাষ্ট্র প্রথম যে বেলুনটি ভূপাতিত করেছে, সেটি চীনের।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.