অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে আরো অন্তত ৭,০০০ অবৈধ বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। হিব্রু-ভাষার গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার এ খবর দিয়েছে। এতে অনুমোদন দেয়া বাড়ির সঠিক সংখ্যা ৭ হাজার ৩২টি বলে খবরে উল্লেখ করা হয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধ ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়। তখন থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি এই ভূখণ্ডে অন্তত ২৫০টি অবৈধ ইহুদি উপশহর নির্মাণ করেছে তেল আবিব যাতে হাজার হাজার ইউনিট রয়েছে।
নতুন করে অনুমোদন পাওয়া ১,১০০টি বাড়ি নির্মাণ করা হবে দক্ষিণ-মধ্য পশ্চিম তীরের মালে অ্যাডুমিম বসতিতে, ৫০০টি নির্মাণ করা হবে পশ্চিম তীরের পশ্চিম প্রান্তে গিভাত জেভ বসতিতে এবং পশ্চিম তীরের উত্তর প্রান্তে অবস্থিত কেডুমিম বসতিতে ৪০০ ইউনিট নির্মাণ করবে দখলদার ইসরাইল। বাকি ইউনিটগুলোর স্থান ঘোষণা করা হয়নি।
গত ডিসেম্বরের শেষদিকে যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী পদে ফিরে আসার পর থেকে তেল আবিব অবৈধ ইহুদি বসতি নির্মাণের তৎপরতা জোরদার করেছে। খবর- পার্সটুডে
১৯৪৮ সালের আগে বিশ্বে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। কিন্তু ওই বছর ব্রিটিশ-ইহুদিবাদী চক্রান্ত ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।এরপর থেকে এ ধরনের অবৈধ বসতি নির্মাণ করে সারাবিশ্ব থেকে ছিন্নমূল ইহুদিদের ধরে এনে বসবাস করার ব্যবস্থা করে আসছে তেল আবিব। আর এভাবেই ইসরাইলের জনসংখ্যা বৃদ্ধির অপচেষ্টা চলছে।#
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.